শহর সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদের মাধমে নিম্নে উল্লেখিত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।
কম্পিউটার প্রশিক্ষণঃ
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০৬ (ছয়) মাস মেয়াদী "কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন" কোর্স করানো হয়। প্রতি ব্যাচে ১৮০(একশত আশি) জন বেকার মহিলা ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সনদ পত্র প্রদাণ করা হয়।
কোর্স ফী=২৮৫০/-(দুই হাজার আটশত পঞ্চাশ টাকা) মাত্র।
কোর্স আউটলাইনঃ
(১) Introduction to Computer
(২) MS Word
(৩) MS Excel
(৪) MS Access
(৫) MS Power Point
(৬) Internet Browsing & E-mail
(৭) Basic Adobe Photoshop
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS