Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

ক) চুয়াডাঙ্গা পৌরসভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অনলাইনে ডাটা এন্ট্রি, প্রতিবন্ধী ব্যক্তিদের পরিচয় পত্র মুদ্রণসহ ১০০% বিতরণ।

খ) সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায়(এম.আই.এস) এর ডাটা এন্ট্রি কার্যক্রম ১০০% সম্পন্ন হয়েছে।

গ) বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি, বেদে অগ্রসর জনগোষ্টীর বিশেষ বয়স্ক ভাতা, বেদে অগ্রসর জনগোষ্টীর শিক্ষা উপবৃত্তি, হিজড়া অগ্রসর জনগোষ্টীর বিশেষ বয়স্ক ভাতা, হিজড়া অগ্রসর জনগোষ্টীর শিক্ষা উপবৃত্তি, মুক্তিযোদ্ধা ভাতা ২০১৬-১৭ অর্থবছর পর্যন্ত ১০০% বিতরণ।

 

 

 

টিকাঃ

শহর সমাজসেবা কার্যক্রম সমাজসেবা অধিদফতর পরিচালিত একটি আদি কর্মসূচী। অধিদফতরের প্রারম্ভিক স্বল্পসংখ্যক কর্মসূচীর মধ্যে এ কর্মসূচী অন্যতম এবং শহর সমাজসেবা উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিগণিত। শহরের বস্তি এলাকায় বসবাসরত জীবিকার সন্ধানে বিভিন্ন এলাকা থেকে আগত দরিদ্র ও স্বল্প আয়ের ভাসমান পরিবারের সদস্যদের সংগঠিত করে পারস্পরিক সাহায্য-সহযোগিতার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নকল্পে বাস্তবধর্মী কার্যক্রম গ্রহণে উদ্বুদ্ধ ও সহযোগিতা করা এ প্রকল্পের লক্ষ্য। জীবিকার সন্ধানে আগত ছিন্নমূল এ জনগোষ্ঠি শহরের বিভিন্ন স্থানে, আনাচে কানাচে, ড্রেনের পার্শ্বে, পরিত্যক্ত অস্বাস্থ্যকর ডোবা বা জলাভুমির ধারে জীর্ণ কুটির তৈরী করে গড়ে তুলেছে অবাঞ্ছিত বস্তি। নোংরা পরিবেশ, জীবনের মৌলিক চাহিদা পূরণের ব্যর্থতার অপুষ্টি ও স্বাস্থ্যহীনতা, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি ইত্যাদি সমস্যায় শহর জীবন আজ বিপর্যস্ত। তাই সুপরিকল্পিতবাবে শহর এলাকায় বসবাসরত এই জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সহযোগিতায় শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে প্রাপ্য সীমিত সম্পদের মাধ্যমে সমস্যাবলীর সম্ভাব্য সমাধান করে জনজীবনে বিধান ও দুঃস্থ জন্য জীবন মানোন্নয়ন যোগ্য কর্মসূচী গ্রহণ করা এ কার্যালয়ের উদ্দেশ্য।

 

দেশের দুঃস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, এতিম, দরিদ্র, প্রতিবন্ধী এবং অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা। এ কার্যালয়ে  রয়েছে ব্যাপক ও বহুমুখী কর্মসুচি। সমাজসেবা অধিদফতর সাংবিধানিক অঙ্গীকার, দেশের প্রচলিত আইন ও বিধি-বিধান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য, জাতীয় দারিদ্র হ্রাসকরণ কৌশলপত্র এবং সরকার  অনুসৃত নীতি অনুসরণপূর্বক মানব সম্পদ উন্নয়ন, দারিদ্র হ্রাসকরণ, সামাজিক নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী, স্বল্প আয়ভুক্ত জনগনের মধ্যে সুদ মুক্ত ঋণ  কার্যক্রম পরিচালনা করে থাকে। ইহা ছাড়াও সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামীপরিত্যাক্ত ভাতা  প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধীশিক্ষা উপবৃত্তি ভাতা প্রদান করে থাকে। এছাড়া ও রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রম।