Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১. ঋণ কার্যক্রমঃ

আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ):

সেবাঃ শহর অঞ্চলের দরিদ্র জনগণকে সংগঠিত করে উন্নয়নের মূল স্রোতধারায় আনয়ন,সচেতনতা বৃদ্ধি, উদ্ধুদ্ধকরণ এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ৫ হাজার থেকে ২০হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান লক্ষ্যভুক্ত ব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি। সেবা গ্রহীতা: নির্বাচিত মহল্লার স্থায়ী বাসিন্দা, যিনি:-আর্থ সামাজিক তালিকাভুক্ত শহর সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/ সদস্যা সুদমুক্ত ক্ষুদ্রঋণ ও অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ’ক’ ও ’খ’ শ্রেণীভুক্ত দরিদ্রতম ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছুবার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৩৬ হাজার টাকা হতে ৫০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ ব্যতীত অন্যান্য সেবা প্রাপ্তির জন্য ’গ’ শ্রেণীভুক্ত ব্যক্তি অর্থাৎ যার মাথাপিছু বার্ষিক পারিবারিক আয় ৫০ হাজার টাকার উর্ধে। সেবা প্রাপ্তির সময়সীমাঃ নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদনের পর: ১ম বার ঋণ(বিনিয়োগ) গ্রহণের জন্য আবেদনের পর ১ মাসের মধ্যে২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের ২০ দিনের মধ্যে। সেবাদানকারী কর্তৃপক্ষঃ শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

 

০২. এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রমঃ ৫ হাজার থেকে ২০ হাজার টাকা ক্ষুদ্রঋণপ্রদান। সেবা গ্রহীতাঃ এসিডদগ্ধ মহিলা ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যাদের বাৎসরিক আয় ৬০,০০০ (ষাট হাজার) টাকার উর্দ্ধে নয়। সেবা প্রাপ্তির সময়সীমাঃ ১ম বার ঋণ (বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর ১৫ দিনের মধ্যে২য়/৩য় পর্যায়ের ঋণ (পুনঃবিনিয়োগ) গ্রহণ এর জন্য আবেদনের পর ১৫ দিনের মধ্যে। সেবাদানকারী কর্তৃপক্ষঃ শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

 

০৩. বয়স্ক ভাতা কার্যক্রমঃ সেবাঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতাপ্রদান। নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৪০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতাঃ শহর এলাকার স্তায়ী বাসিন্দা পুরুষের ৬৫ বছর এবং মহিলাদের ৬২ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র মহিলা বা পুরুষ, যার বার্ষিক গড় আয় অনুর্ধ ১০০০০ (দশ হাজার) টাকা শারীরিক ভাবে অক্ষম ও কর্মক্ষমতাহীন প্রবীণ পুরুষ ও মহিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয় ভুমিহীন বয়স্কব্যক্তি। সেবা প্রাপ্তীর সময়সীমাঃ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহণ। নির্বাচিত ভাতাভোগীকে বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে তিন মাস অন্তর ভাতাভোগীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন ভাতাগ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাসপর্যন্ত ভাতার টাকাউত্তোলন করা যাবে। সেবাদানকারী কর্তৃপক্ষঃ শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

 

০৪. বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রমঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা প্রদান। নির্বাচিত  ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৪০০টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে। সেবা গ্রহীতাঃ তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত বিপতনীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন প্রবীণ নারীদের অগ্রাধিকার দেয়া হয় যে সকল প্রবীণ ব্যক্তির আয়কৃত অর্থের সম্পুর্ন অর্থখাদ্য বাবদ ব্যয় হয় এবং স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও অন্যান্য খাতে ব্যয় করার জন্য কোন অর্থ অবশিষ্ট থাকে না। সেবা প্রাপ্তীর সময়সীমাঃ বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতাভোগীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা। তবে কেউ এককালীন উত্তোলন করতে চাইলে তিনি নির্ধারিত সময়ের শেষে উত্তোলন করবেন। ভাতাগ্রহীতার নমিনী ভাতাভোগীর মৃত্যুর পূর্বে প্রাপ্ত বকেয়া টাকা এবং মৃত্যুর পর তিন মাস পর্যন্ত ভাতার টাকা উত্তোলন। সেবাদানকারী কর্তৃপক্ষঃ শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

 

০৫. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রমঃ সেবা গ্রহীতাঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদান। নির্বাচিত প্রতিবন্ধী ব্যক্তিদের জনপ্রতি মাসিক ৫০০টাকা হারে প্রদান করা হচ্ছে । সেবা প্রাপ্তীর সময়সীমাঃ ৬ বছরে ঊর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্কভাতা কিংবা সরকার কর্তৃক অন্য কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবী কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তি যাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ৩৬০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্দ্ধে নয়। সেবাদানকারী কর্তৃপক্ষঃ শহর সমাজসেবা কার্যালয়, চুয়াডাঙ্গা।

 

০৬. প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তিঃ সেবা গ্রহীতাঃ সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান। নির্বাচিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের জনপ্রতি মাসিক প্রাথমিক স্তরে। ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ ও টাকা উচ্চতর স্তরে ১০০০ টাকা হারে প্রদান করা হচ্ছে। সেবা প্রাপ্তীর সময়সীমাঃ ০৫ বছরের উর্দ্ধে শহর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন রত প্রতিবন্ধী শিক্ষার্থী  উপবৃত্তি প্রাপ্ত হবেন। সেবাদানকারী কর্তৃপক্ষঃ বরাদ্দ প্রাপ্তি স্বাপেক্ষে বাস্তবায়ন কমিটির মাধ্যমে ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি শিক্ষার্থী নির্বাচনসহ উপবৃত্তির টাকা ব্যাংক চেকের মাধ্যমে  প্রদান করা হয়।